অধ্যক্ষের বাণী

জামালপুর সদর উপজেলাধীন ৫নং ইটাইল ইউনিয়নের প্রাণকেন্দ্র, পিয়ারপুরে ১৯৭৩ সালে অত্র এলাকার বিশিষ্ট শিক্ষানুরাগী সমাজ সেবক জনাব আবু মোহাম্মদ ফারুক সাহেবের অর্থায়নে এবং তৎকালীন জামালপুর মহুকুমার সার্কেল অফিসার জনাব এডভোকেট আঃ হাকিম সাহেবের সার্বিক সহযোগিতায় এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের ঐকান্তিক প্রচেষ্টাই পিয়ারপুর শহীদা খায়ের বালিকা উচ্চ বিদ্যালয়টি প্রতিষ্ঠা লাভকরে। প্রতিষ্ঠা কালে অনেক চড়াই-উৎরাই পেরিয়ে মাত্র ৫০ জন শিক্ষার্থী এবং ৫ জন শিক্ষক-শিক্ষিকা নিয়ে বিদ্যালয়টি যাত্রা শুরু করে । বর্তমানে বিদ্যালয়ের শিক্ষার্থী সংখ্যা ৫২৮ জন এবং শিক্ষক-শিক্ষিকার সংখ্যা ১৩ জনে উন্নীত হয়েছে। প্রতি বছর অত্র বিদ্যালয়ের শিক্ষার্থীরা জেএসসি ও এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ সহ আশানুরূপ সাফল্য অর্জন করে আসছে । পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডেও প্রশংসার দাবী রাখছে। আমি আশাবাদী বিদ্যালয়ের ব্যবস্থাপনা পরিষদের সদস্যমন্ডলীর পরামর্শ , এলাকার সর্বস্তরের জনগনের এবং শিক্ষক-শিক্ষিকাবৃন্দের আন্তরিক সহযোগিতায় বিদ্যালয়টি উত্তরোত্তর উন্নতি ও সমৃদ্দি লাভ করবে।